kalerkantho


এরদোয়ানকে অপমান করার অভিযোগের তদন্ত বাতিল

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১২:১৭এরদোয়ানকে অপমান করার অভিযোগের তদন্ত বাতিল

জার্মানির একজন টেলিভিশন কৌতুক অভিনেতার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে অপমান করার যে অভিযোগ উঠেছিল সেটির তদন্ত শেষ করে দিয়েছে জার্মানির প্রসিকিউটররা। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মেইনজ-এর প্রসিকিউটররা বলছেন সে কৌতুক অভিনেতার রিরুদ্ধে এরদোয়ানকে অপমান করার যথেষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। সেজন্য তারা তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত মার্চ মাসে একটি টিভি অনুষ্ঠানে সে অভিনেতা একটি কৌতুকপূর্ণ কবিতা পড়েন যেখানে মি: এরদোয়ানের যৌন-সম্পর্কিত বিষয়ের প্রতি ইংগিত করা হয়। এরপর এরদোয়ান অভিযোগ তোলেন যে এ ধরনের কৌতুকের মাধ্যমে তিনি অপমান বোধ করেছেন। জার্মানির প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন সে কৌতুক অভিনেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো সুনির্দিষ্ট তথ্য নেই।

প্রসিকিউটররা বলেন অভিনেতা যে প্রেক্ষাপটে এ কৌতুকটি করেছিলেন সেখানে অবজ্ঞা বা অপমান করার মতো কোন বিষয় ছিল কিনা সেটি প্রশ্নবিদ্ধ। তুরস্কের প্রেসিডেন্টের এরদোয়ানের অভিযোগের পর জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছিলেন। জার্মানির আইন অনুযায়ী সে দেশে এ ধরনের কোন অপরাধ তদন্ত করতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।

 


মন্তব্য