kalerkantho


বিবিসি বাংলার প্রতিবেদন

পাঁচ শতাংশ শিশুই বাস করছে দারিদ্র্যসীমার নিচে : ইউনিসেফ

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৪:৫৭পাঁচ শতাংশ শিশুই বাস করছে দারিদ্র্যসীমার নিচে : ইউনিসেফ

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্বব্যাংক বলছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক পঞ্চমাংশ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি। প্রতিবেদনে আরও বলা হচ্ছে এসব দরিদ্র শিশুদের অর্ধেকের বাস সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এবং এক তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের শিশু। যে সব বাড়ির দৈনিক আয় প্রায় দুই ডলার বা তার কম, সে সব বাড়িতে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে প্রতিবেদনে।

ইউনিসেফের কর্মকর্তা অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেছেন, শিশুরা যে শুধু চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে তা নয়, এই অবস্থায় প্রায় সব শিশুদের জীবন শেষ করে দিচ্ছে। এসব শিশু খারাপের চেয়েও খারাপতর অবস্থায় আছে কারণ দারিদ্র্যের কারণে তাদের শরীর ও মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে চরম দারিদ্র্য হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।

 


মন্তব্য