kalerkantho


চীনে বহুতল ভবনে বিস্ফোরণ, নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১২:০১চীনে বহুতল ভবনে বিস্ফোরণ, নিহত ৩

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিস্ফোরণে ‍বেশ কয়েকজন আহতও হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে হেইলংজিং প্রদেশের শহরটির বহুতল ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। এর মধ্যে ১৪তম তলার জানার কাচ ভেঙে যাওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম। প্রাথমিক গ্যাস লিক থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।


মন্তব্য