kalerkantho


ইথিওপিয়ায় ৩ দিনের জাতীয় শোক শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১০:২১ইথিওপিয়ায় ৩ দিনের জাতীয় শোক শুরু

ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৫২ জনের প্রাণহানির ঘটনায় সোমবার থেকে ৩ দিনের জাতীয় শোক পালন করছে ইথিওপিয়া। দেশটির ওরোমো অঞ্চলে একটি ধর্মীয় উৎসবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান ওই ৫২ ব্যক্তি। ওরোমো সম্প্রদায়ের হাজারো মানুষ বর্ষা ঋতুর অবসান উপলক্ষে থ্যাংকসগিভিং (ধন্যবাদজ্ঞাপন) উৎসবের জন্য রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোফতু এলাকায় জড়ো হয়েছিলেন। পুলিশ ওই জমায়েতের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লে সেখানে গোলযোগ ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হন অনেকে।

ওরোমোর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, জমায়েতের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পদদলিত হয়ে ৫২ জনের প্রাণহানি হয়েছে। বেশ কয়েকজন গভীর খাদে পড়ে যায়। তবে এক সরকারবিরোধী জানান, প্রকৃত প্রাণহানির সংখ্যা আরো অনেক বেশি বলে তিনি মনে করছেন। তার ধারণা, শতাধিক মানুষ মারা গেছে এ ঘটনায়। নিহতদের স্মরণে দেশটিতে সোমবার জাতীয় শোক শুরু হয়েছে।

ইথিওপিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে এবং রেডিওতে শোক সংগীত বাজানো হচ্ছে। আঞ্চলিক সরকার বিপর্যয়ের জন্য কাণ্ডজ্ঞানহীন বাহিনীকে দায়ী করেছে।

ইথিওপিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং পবিত্র হ্রদে আয়োজিত উৎসব দ্রুত রাজনৈতিক রূপ পেয়েছে। এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, কয়েকটি দলের সহিংসতার কারণে উৎসব ব্যাহত হয়েছে এবং পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, উৎসবে যোগদানকারীরা স্বাধীনতার জন্য স্লোগান দেন। কয়েকজন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। জবাবে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সেখানে কয়েক রাউন্ড গুলিবর্ষণেরও খবর পাওয়া যায়।

বিরোধী ফেডারেলিস্ট কংগ্রেসের চেয়ারম্যান মিরেরা গুদিনা বলেন, সরকারিভাবে প্রাণহানির যে সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে তার ধারণা।

 


মন্তব্য