kalerkantho


স্পেনে সিলিন্ডার বিস্ফোরণে ৭৭ আহত

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১১:১৭স্পেনে সিলিন্ডার বিস্ফোরণে ৭৭ আহত

স্পেনে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭৭ জন আহত হয়েছেন। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলে ভেলেজ-মালাগা নামে এক রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আনদালুসিয়া এলাকার জরুরি বিভাগের মুখপাত্র জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় রেস্টুরেন্টটিতে একটি উৎসব চলছিল।
 
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টে আগুন লাগার সময় মানুষ পালানোর চেষ্টা করছে। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানায়, বেশির ভাগ মানুষই হালকা আঘাত পেয়েছেন। ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এল পাইস জানায়, একজন রাঁধুনি সময়মতো জানিয়ে দেওয়ায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছে সবাই।

 


মন্তব্য