kalerkantho


ইতালি থেকে ভ্যান গগের চুরি যাওয়া ছবি উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ২৩:১৪ইতালি থেকে ভ্যান গগের চুরি যাওয়া ছবি উদ্ধার

আমস্টারডামের এক মিউজিয়াম থেকে ২০০২ সালে এক দু"সাহসিক হামলা চালিয়ে চুরি করা হয়েছিল ভ্যান গগের দুটি ছবি। ইতালির পুলিশ নেপলসের এক মাফিয়া চক্রের কাছ থেকে এই চুরি যাওয়া ছবি উদ্ধার করেছে। আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম জানিয়েছে, এক ব্যাপক ও ধারাবাহিক তদন্তের পর ইটালির তদন্তকারীরা ছবি দুটি উদ্ধারে সক্ষম হন। সংঘবদ্ধ একদল চোর মই এবং হাতুড়ি ব্যবহার করে আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়ামে ঢুকেছিল ২০০২ সালে।

তারা ভ্যান গগের আঁকা দুটি বিখ্যাত ছবি চুরি করে পালিয়ে যায়। চুরি যাওয়া দুটি ছবির আনুমানিক মূল্য ছিল প্রায় দশ কোটি ডলার।

ইতালির পুলিশ এই ছবি দুটি খুঁজে পায় নেপলসের এক সাগরতীরবর্তী শহর ক্যাস্টেলামারে ডি স্টাবিয়াতে। একটি বাড়িতে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল ছবি দুটি। ইটালির পুলিশ বলছে, মাসখানেক আগে তারা কয়েকজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে। এরা তাদের অর্জিত সম্পদ বিনিয়োগ করেছিল দুবাই, স্পেন এবং আইল অব ম্যানে। উত্তর নেপলসের সবচেয়ে বড় মাফিয়া চক্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল।

এদের কাছ থেকেই পুলিশ ভ্যান গগের দুই চুরি যাওয়া ছবির খোঁজ পায়। ভিনসেন্ট ভ্যান গগকে নেদারল্যান্ডসের সবচেয়ে নামকরা চিত্রশিল্পীদের একজন বলে গণ্য করা হয়। ভ্যান গগ যখন নেদারল্যান্ডসে থাকতেন, তখন সাগরের দৃশ্য একেঁছিলেন মাত্র দুটি। তার মধ্যে একটি চুরি গিয়েছিল।

চুরি যাওয়া দ্বিতীয় ছবিটি যে চার্চ নিয়ে, সেটিতে যাজক ছিলেন তার বাবা। ছবিটি তিনি একেঁছিলেন তার মায়ের জন্য। ভ্যান গগ ১৮৯০ সালে ফ্রান্সে আত্মহত্যা করেছিলেন।


মন্তব্য