kalerkantho


সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে একমাস বয়সী শিশু উদ্ধার (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১০:৪৩সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে একমাস বয়সী শিশু উদ্ধার (ভিডিওসহ)

সিরিয়ার বিভিন্ন নগরীসহ নানা অঞ্চলে বিবদমান পক্ষগুলোর মাঝে প্রচণ্ড যুদ্ধ চলছে। এদিকে রাশিয়া, আসাদ সরকার, বিদ্রোহী ও আইএস সবাই নিজস্ব রণকৌশল নিয়ে বিভক্ত। আর এ কারণে বোমাবর্ষণের শিকার হচ্ছে বহু সাধারণ মানুষের বাসস্থান। বাদ যাচ্ছে না হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী লোকজনও। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

সম্প্রতি সিরিয়ার ইদলিব শহরের একটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীদের হাতে একমাস বয়সী একটি শিশু উদ্ধার করার দৃশ্য প্রকাশ করেছে বিবিসি। এতে দেখা যায় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কন্যাশিশুটিকে বের করে এনে অ্যাম্বুলেন্সে তোলে।

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর ইদলিব। সেখানে আইএসের বেশ কয়েকটি ঘাঁটি থাকার প্রমাণ পাওয়া গেছে। আর সে ঘাঁটিগুলো লক্ষ্য করেই হয়ত বিমান হামলা চালানো হয়েছিল। তবে প্রায়ই বোমা সাধারণ মানুষের বাড়িঘরে পড়ছে।

সম্প্রতি বিবিসি অনলাইনে প্রকাশিত হয়েছে শিশুটি উদ্ধারের এ ভিডিও। এতে দেখা গেছে, একজন উদ্ধারকারী বলছেন, 'শিশুটি একমাস বয়সী। এখন ভোর ৪টা। আর আমরা দু-তিন ঘণ্টা ধরে কাজ করে শিশুটিকে উদ্ধার করেছি।'

এরপর তাকে হাসপাতালের বেডে নিয়ে শোয়াতে দেখা যায়।

ভিডিওটি দেখুন এখানে :


মন্তব্য