kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


চীনে টাইফুনে ভূমিধস, নিহত ১৩, নিখোঁজ ২০

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১০:২৩চীনে টাইফুনে ভূমিধস, নিহত ১৩, নিখোঁজ ২০

চীনের জিজিয়াং প্রদেশে ভূমিধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। আজ শনিবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের দক্ষিণ সাংহাই অঞ্চলে বুধবার শক্তিশালী টাইফুন আঘাত হানার পর ঝেজিয়াং প্রদেশের সুকুন গ্রামে ভূমিধসে এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। সুকুন গ্রামে উদ্ধার অভিযান চলছে বলেও জানায় তারা। এর আগে গত বুধবার ঝেজিয়াং প্রদেশে হওয়া ভূমিধসে তিনজন মারা যায়। সিনহুয়া এই বিষয় একটি ভিডিও প্রকাশ করেছে।

 


মন্তব্য