kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ধর্ম অবমাননায় সিঙ্গাপুরে কিশোর ব্লগারের কারাদণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৮ধর্ম অবমাননায় সিঙ্গাপুরে কিশোর ব্লগারের কারাদণ্ড

সিঙ্গাপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক কিশোর ব্লগারকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১৭ বছর বয়সী ওই ব্লগারের নাম আমোস ই প্যাং সাং।

ইসলাম ও খ্রিষ্টান ধর্মকে অবমাননা করে ইন্টারনেটে ক্রমাগত ভিডিও এবং মন্তব্য করার জন্য অভিযুক্ত ছিলেন তিনি। সিঙ্গাপুরে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার বিচারক অং হিয়ান সুনের আদালত তাকে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় মায়ের সঙ্গে এজলাসে উপস্থিত ছিলেন আমোস।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, বিচার স্বচ্ছ হয়েছে এবং ধর্ম অবমাননার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। ব্লগার আমোসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এবারই প্রথম নয়। গত বছর খ্রিষ্টানদের হেয় প্রতিপন্ন করার দায়ে তিনি চার সপ্তাহ কারাভোগ করেন।


মন্তব্য