kalerkantho


এবার একসঙ্গে অমিতাভ-শচীন

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৮এবার একসঙ্গে অমিতাভ-শচীন

এবার একসঙ্গে দেখা যাবে ভারতীয় ফিল্মের সবচেয়ে বড় স্টার অমিতাভ বচ্চন এবং ভারতীয় ক্রিকেটের ‘সম্ভবত’ সবচেয়ে বড় স্টার শচীন টেন্ডুলকারকে। ভাবছেন, এরকম দু’জন মেগাস্টারকে একসঙ্গে কোথায় দেখা যাবে? উত্তর হল, স্বচ্ছ ভারত অভিযানের নতুন ভিডিওতে। সেখানে এই দুই তারকা শুদ্ধ পানীয় জল পান করার জন্য আহ্বান জানাবেন দেশবাসীকে। আর খোলা জায়গায় শৌচকর্ম করতে নিষেধ করবেন দেশের সাধারণ মানুষকে।

দেশের স্বচ্ছ ভারত অভিযানের পক্ষ থেকে এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকার দু’জনেই এমন মহান কাজের জন্য সবসময় প্রস্তুত। যেকোনো পরিস্থিতিতেই তাঁদের একবার ডাকলে তাঁরা হাজির হয়ে যাবেন। এই আশ্বাসই দিয়েছেন। তাই আগামী কয়েকদিনের মধ্যেই বিগ বি আর মাস্টার ব্লাস্টারকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকুন।

সূত্র: জিনিউজ


মন্তব্য