kalerkantho


একটা আস্ত দ্বীপ নিজে নিজে সরে যাচ্ছে! দেখুন ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৭একটা আস্ত দ্বীপ নিজে নিজে সরে যাচ্ছে! দেখুন ভিডিও

আর্জেন্টিনার এক সিনেমা পরিচালক। নাম সের্জিও নিউসপিলার। উত্তর আর্জেন্টিনায় খুঁজতে গিয়েছিলেন শুটিং স্পট। তিনি একটি সাই - ফাই ছবি বানাচ্ছেন। তার জন্যই যুতসই জায়গার খোঁজ করতে করতেই পৌঁছে যান সেখানে। দেখেন আস্ত একটা দ্বীপ কিনা একটু একটু করে সরে সরে যাচ্ছে! ঠিক যেন চোখের মতো। অথবা চাঁদের মতো। দ্বীপটি নিজের অক্ষের উপর ভর করে ঘোরেও!
ব্যস্, সের্জিওর নিজের ছবির কাজ গেল ঝুলে! বরং, তিনি আর তাঁর দলবল শুরু করে দিলেন সেই দ্বীপকে নিয়ে গবেষণা। কেন এমন হয়? এরকম আজব ঘটনার রহস্য কী! ওই দ্বীপটির নাম - 'দ্য আই আইল্যান্ড'। এবার তাঁদের তোলা ভি্ডিওটি দেখে নিন। সঙ্গে জেনে নিন কী ব্যাখ্যা দিচ্ছেন সের্জিও এবং গবেষকরা।
 


মন্তব্য