kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


নিউ ইয়র্কে দোকান চালাচ্ছে বেড়াল!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১০নিউ ইয়র্কে দোকান চালাচ্ছে বেড়াল!

নিউ ইয়র্কের দোকানে আজ থেকে ৯ বছর আগে এক ছোট্ট একটি বেড়াল এনেছিলেন এক কর্মী। নাম রেখেছিলেন বোবো।

তারপর থেকে সেই দোকানই ঠিকানা বেড়ালটির। তবে এমনিই অন্ন ধ্বংস করা নয়, রীতিমত দোকানের কাজে সাহায্যও করে সে। দোকানের কর্মীদের তুলনায় বেড়ালটির সঙ্গে দোকানের সম্পর্ক সবচেয়ে বেশি দিনের। এই নয় বছরের মধ্যে একদিনের জন্যও দোকানে অনুপস্থিত থাকেনি সে। সবার ছুটি আছে, তার নেই। তাই বর্তমান দোকান পরিচালকও বলছেন, বেড়লটিই নাকি দোকানের কেনাকাটার বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ। দোকানের কোথায় কে ঘুরছে, কি কিনছে, কিম্বা হাত সাফাই করে কেউ কিছু সরিয়ে নিল কিনা, সবই দেখছে সে। বেড়ালের নজর এড়িয়ে নাকি কেউ বেরিয়ে যেতে পারে না দোকান থেকে। দোকানে ঢোকার মুখেই মাথা উঁচু করে বসে। আর সারাদিন ধরে দোকান চালায় বেড়াল।

‌সূত্র: আজকাল


মন্তব্য