ভারতীয় বাহিনী শুক্রবার দেশের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে এক বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ছয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাকে হত্যা করেছে।
পুলিশ এ কথা জানায়।
নিরাপত্তা বাহিনী আসামের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে একটি সন্দেহজনক আস্তানায় এক অভিযান চালিয়ে এসব বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করে।
স্থানীয় পুলিশ প্রধান দেবজিৎ দেউরি টেলিফোনে এএফপিকে বলেন, ‘সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমরা কেপিএলটি’র আস্তানাটিতে অভিযান চালাই। এতে এক বন্দুকযুদ্ধের সূচনা হয় এবং আমরা তাদের দুই শীর্ষ নেতাসহ ছয় যোদ্ধাকে খতম করতে সক্ষম হই।
করবি পিপলস’র লিবারেশন টাইগারস (কেপিএলটি) করবি উপজাতির জন্য একটি পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে।
দেউরি বলেন, ঘটনাস্থলে নিহত যোদ্ধাদের কাছ থেকে একটি রাইফেল ও গ্রেনেডসহ অস্ত্র ও গোলাবারুদ ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
বন্দুক যুদ্ধে এক সৈন্য আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের