kalerkantho


ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত অন্তত ২৭

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৯ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত অন্তত ২৭

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় পশ্চিম জাভা প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে উদ্ধার কর্মীরা ২৭ জনের লাশ উদ্ধার করেছে। নিখোঁজ ২২ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র এ কথা জানান। মঙ্গলবার ও বুধবারের প্রবল বর্ষণে এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রহো জানান, গারুত জেলায় আকস্মিক বন্যায় ৯৫১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ''উদ্ধার অভিযানে সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার মোট ১৬০০ কর্মী অংশ নিয়েছে।"

সুতোপো আরও জানান, এ প্রাকৃতিক দুর্যোগে ৩২ জন আহত এবং ৪৩৩ জনকে সরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে থাকে।


মন্তব্য