kalerkantho


মিসরীয় উপকূলে নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪৪মিসরীয় উপকূলে নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা

মিসরীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে শত শত মানুষ তলিয়ে গেছেন বলে দাবি করেছেন ওই ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি।

নৌকাটিতে ৪৫০ থেকে ৬০০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ১৬৯ জনকে উদ্ধার করা গেছে। আর নতুন করে ৯টি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের কাফর আল-শেখ উপকূলে নৌকাটি ডুবে যায়।
নৌকাটির চারজন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে বলে মিসরীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির আইন কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নরহত্যা ও মানবপাচারের সঙ্গে তারা যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

নৌকাটি উপকূল থেকে আট মাইল যাওয়ার পর ডুবে যায়। ঠিক কতজন ডুবে গেছেন কিংবা নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 


মন্তব্য