kalerkantho


আসেনি অ্যাম্বুল্যান্স, গর্ভবতী স্ত্রীকে কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৪আসেনি অ্যাম্বুল্যান্স, গর্ভবতী স্ত্রীকে কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী!

ফের ভারতের ওড়িশা। এবার গর্ভবতী স্ত্রীকে কাঁধে নিয়েই হাসপাতালে পৌঁছলেন স্বামী। কারণ ফোন করা হলেও জননী সুরক্ষা যোজনার অ্যাম্বুল্যান্স আসেনি। গতকাল ঘটনাটি ঘটেছে ওড়িশার কাঁসারিখোলা গ্রামে।

গতকাল সকালে অসুস্থ হয়ে পড়েন সোমবুরা প্রাস্কার স্ত্রী বাঙ্গারি প্রাস্কা। সঙ্গে সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ডাকেন পরিবারের লোকেরা। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান তাঁরা। এরপর ১০২ ও ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু, অনেকক্ষণ কেটে গেলও দেখা মেলেনি কোনও অ্যাম্বুল্যান্সের।

এদিকে ওই মহিলার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। শেষমেষ বাধ্য হয়েই স্ত্রীকে কাঁধে নিয়ে এক কিলোমিটার হেঁটে কেশাবানাইগুড়া চকে পৌঁছন তাঁর স্বামী। সেখানও দু’ঘণ্টা অপেক্ষা করার পর আসে অ্যাম্বুল্যান্স। যন্ত্রণায় কাতরাতে থাকা ওই মহিলাকে অবশেষে রায়গাড়া জেলার কল্যাণসিংপুর কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বুধবার প্রায় একইরকম একটি ঘটনা ঘটেছে কল্যাণসিংপুর ব্লকের ঘাঘুড়িমাল গ্রামে। অ্যাম্বুল্যান্স না মেলায় এক গর্ভবতী মহিলাকে খাটে করে কল্যাণসিংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক শিশুর জন্ম দেন তিনি। কিন্তু, কিছুক্ষণ পরই মৃত্যু হয় শিশুটির। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই মহিলাকে রায়গাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানে মৃত্যু হয় তাঁরও।


মন্তব্য