kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


হাসপাতালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৫হাসপাতালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা

জ্বর ও ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাতে ভর্তি করা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। হাসপাতালের পক্ষ  জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও নজরদারির মধ্যেই রাখা হয়েছে তাঁকে।

সূত্র থেকে জানা গেছে, আজ সকালে সম্ভবত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর ছেড়ে দেওয়া হবে জয়ললিতাকে। তাঁর দল AIADMK-এর পক্ষ থেকে জানানো হয়েছে,  'আম্মা' এখন একটু ভালো আছেন। তাঁকে আজ বাড়ি নিয়ে যাওয়া হবে। দলের সকলেই তাঁর বাড়িতে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন।

এছাড়া, দলের সমর্থকরা আজ সকাল থেকেই হাসপাতালের সামনে ভিড় জমান। তাঁদের প্রিয় “আম্মার” সুস্বাস্থ্যের কামনা করেন। ভিড়ের মধ্যে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে  হাসপাতালের বাইরে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হচ্ছিল। বেশিরভাগ সময় বাড়ি থেকেই কাজ করতেন তিনি। মাত্র আধ ঘণ্টার জন্য অফিসে যেতেন।


মন্তব্য