kalerkantho


ভাইরাল ভিডিও

আস্ত নীলগাই গিলে খেল পাইথন!

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৬আস্ত নীলগাই গিলে খেল পাইথন!

একটি লম্বা পাইথনের পেটে ঢুকে গেল আস্ত একটি নীলগাই৷ এমনই বিরল ঘটনার সাক্ষী হলেন এক কৃষক৷ আর পাঁচটা প্রাণীর মতো পাইথনের খাওয়া কিন্তু স্বাভাবিক নয়৷দেখলে আঁতকে উঠতে হবে৷ সেই ছবিই ধরা পড়েছে ক্যামেরায়৷
ভারতের গুজরাতের জুনাগড় জেলার ঘটনা৷ এক কৃষক হঠাৎই দেখতে পান ১৮-২০ ফুট লম্বা একটি পাইথন বড়মাপের এক নীলগাইকে নিজের খাদ্য বানাতে চলেছে৷ চোখের সামনে এমন দৃশ্য দেখে প্রথমে চমকে ওঠেন তিনি৷ তারপর নিজেকে সামলে নিয়ে গিরনার অভয়ারণ্য কর্তৃপক্ষকে ফোনে খবর দেন ওই ব্যক্তি৷ বন দফতরের তরফে জানানো হয়, অভয়ারণ্যে পাইথনকে সচরাচর ঘুরে বেড়াতে দেখা যায় না৷ দফতরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়৷ কর্মীরা পাইথনটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যান৷ যাতে সে কোনওভাবে আর অন্য বন্য জন্তু বা মানুষের ক্ষতি করতে না পারে৷ খাওয়া শেষ হলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়৷
এ দেশে এমন ঘটনা নিঃসন্দেহে বিরল৷ পাইথনের নীলগাই খাওয়ার ভিডিওটি তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সাহসী হলে তবেই ভিডিওটি ক্লিক করে দেখবেন৷


মন্তব্য