kalerkantho


ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০৮ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

ইন্দোনেশিয়ায় বুধবার উপর্যুপরি ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তল্লাশী চালানোর সময় মৃতদেহগুলো উদ্ধার করে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নাগরোহো এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই অঞ্চলের গারুটে বৃষ্টির ফলে বন্যার পানি ২ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সুতোপো আরো বলেন, ‘আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই প্রাকৃতিক দুর্যোগে ১৬ জনের মৃত্যু ও অপর ৮ জন নিখোঁজ রয়েছে।’
দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ডুবে ৮ মাসের একটি শিশুসহ মোট ৫ শিশু মারা গেছে। এদের সকলের বয়স ১০ বছরের কম।
গারুটের স্থানীয় দুর্যোগ সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ হতাহতের কথা জানান।
বন্যার কারণে ওই অঞ্চলের এক হাজারের বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। তল্লাশী ও উদ্ধারকারী দলের সদস্যরা তাদেরকে নিকটস্থ জরুরি তাঁবুগুলোতে নিয়ে গেছে।
জাভার অন্য একটি স্থান সুমেডাং এ ভারী বর্ষণের কারণে ভূমিধসে সৃষ্টি হয়েছে। এতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরো একজন মাটিতে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুতোপো আরো বলেন, ভূমিধসে আরো দুইজন আহত ও একটি মসজিদ ধ্বংস হয়েছে।


মন্তব্য