kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৩উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটি ভূমিতে রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেখানকার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের খুব দ্রুত স্যাটেলাইট পাঠানোর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

চলতি বছর পারমাণবিকসহ বেশ কয়েকটি সফল মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

ইতোমধ্যেই জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও চীন উত্তর কোরিয়ার ৫ম পারমাণবিক পরীক্ষার বিষয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার করেছে। চলতি মাসেই দেশটি ভূগর্ভে উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক পরীক্ষাটি চালিয়েছে। ওই পরীক্ষার সময় কৃত্রিম ভূকম্পনও অনুভূত হয়েছিল। দেশটি নিয়মিতভাবেই তাদের মিসাইল ব্যবস্থাপনার বিষয়ে উন্নতি দাবি করে থাকে। তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগেরই সত্যতা যাচাই করা যায়নি।

উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক বন্ধু চীন। তবে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার ফলে দেশ দুটোর সম্পর্কে কিছুটা ফাটল দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পারমাণবিক অথবা ব্যালাস্টিক মিসাইল পরীক্ষার করার কারণে উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে রেখেছে।


মন্তব্য