kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


জাতিসংঘ সম্মেলনে শরণার্থী সংকটের বিষয়টি গুরুত্ব পাবে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১০জাতিসংঘ সম্মেলনে শরণার্থী সংকটের বিষয়টি গুরুত্ব পাবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকট মোকাবেলায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সোমবার শুরু হচ্ছে। সিরিয়ায় চলমান যুদ্ধ ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ব্যাহত হওয়া প্রচেষ্টা এ সম্মেলনে ছায়া ফেলেছে।


সিরিয়ায় যুদ্ধবিগ্রহসহ বিভিন্ন দেশে দমনপীড়ন ও ক্ষুধার কারণে বিশ্বে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ শরণার্থী হয়েছে। সিরিয়ায় গত ছয় বছর ধরে চলা যুদ্ধে ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪০ লাখ মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পালিয়ে গেছে বা ইউরোপের পথে পাড়ি জমাচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দ ভাষণ দেবেন। এবারের সম্মেলনে সিরিয়া সংঘাত প্রাধান্য পাবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতিনিধি কারেন আবুজাদ বলেন, সম্মেলনে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ শরণার্থী সংস্থার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে একমত হবে।
তিনি বলেন, এর ফলে ২০১৭ সালে ১১ লাখ মানুষ পুনরায় বসতি স্থাপন করতে পারবে। যেখানে ২০১৫ সালে মাত্র এক লাখ মানুষ করতে পেরেছিলেন।
তিনি বলেন, তার অর্থ এটা ২০১৫ সালের তুলনায় ১০ গুণ বেশি।


মন্তব্য