যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রেশার কুকার বোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটানের চেলসিয়ায় রবিবারের ওই ভয়াবহ হামলায় ২৯ জন আহত হয়েছিল। বিস্ফোরণ হওয়া ও পরে উদ্ধার হওয়া অবিস্ফোরিত অবস্থায় আরেকটি বোমাসহ দুটি বোমাই ছিল প্রেশার কুকার ভর্তি সার্পনেল।
বিবিসির খবরে বলা হয়, ২০১৩ সালে বোস্টন শহরে হামলায় একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল। দূর থেকে নিয়ন্ত্রণের জন্য মোবাইল ফোন ও বড়দিনের বাতি ব্যবহার করা হয়েছিল। প্রথম বোমাটি বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ পরই দ্বিতীয় বোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ পরবর্তীতে দ্বিতীয় বোমাটিকে নিষ্ক্রিয় করে। দেশটির কর্তৃপক্ষ বোমা হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। তবে কোনো বিদেশি শক্তি হামলাটি করে থাকতে পারে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, নিউ ইয়র্কের চেলসি এলাকায় শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সাথে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন এ আক্রমণের পেছনের উদ্দেশ্য বের করার জন্য এক জটিল তদন্ত চলছে। এফবিআই বলেছে, বোমাটির টুকরো ছাড়াও কিছু দূরে পাওয়া অবিস্ফোরিত আরেকটি বোমা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের