kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


চীনের আজব ফলাহার ... চমকে দিল দুনিয়াকে!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৫চীনের আজব ফলাহার ... চমকে দিল দুনিয়াকে!

নারী সহকর্মীর বুকে বাধা আছে আঙুর, সেটা পুরুষ সহকর্মী মুখ দিয়ে ছিড়ে ছিড়ে খাবে। ছবিটা দেখেই চোখ কপালে উঠেছে! কিন্তু, ঘটনাটা যে সেরকমই! অনেক সংস্থাই কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের জন্য নানা মজাদার স্পোর্টসের আয়োজন করে থাকে।

কিন্তু, সবাইকে গোল দিয়ে অদ্ভুত হলেও নজির গড়ল চীন! হলফ করে বলাই যায়, এমনটা আর কেউ ভাবেনি!
আশ্চর্য কী, ১৩ সেপ্টেম্বর চীনের একটি ওয়েবসাইটে ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে শোরগোল পড়বে দুনিয়া জুড়ে!
সে ভিডিওতে দেখা যাচ্ছে এই আজব ফলাহারের ইতিবৃত্ত। সেখানে একজন করে মহিলা আর পুরুষকে নিয়ে গড়ে উঠেছে একটি করে দল। মহিলা-কর্মীদের ঘাড়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এক গুচ্ছ আঙুর ফল। যা তাঁদের বুকের কাছে এসে ঝুলছে! আর পুরুষ-কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে ফল টেনে নেওয়ার! যিনি যত কম সময়ে সবকটা আঙুর খেয়ে ফেলতে পারবেন, তিনিই জিতবেন! সঙ্গে জিতবেন সেই দলে থাকা তাঁর সহকর্মিণীও!
এখনও বিশ্বাস না হলেও নিজেই ব্যাপারটা দেখে নিন নিচের এই ভিডিওয়! হ্যাঁ, সংস্থার কিছু পুরুষ-কর্মীর অবশ্যই মনে হয়েছে ‘দ্রাক্ষা টক’! ওই ‘অকৃতকার্য’ হওয়ার জন্যই! তবে বিজয়ী-জুটির ক্ষেত্রে যে সেটা সত্য নয়, তা আর না বললেও চলে!


মন্তব্য