kalerkantho


বোমা বিস্ফোরণের শঙ্কায় ডগ স্কোয়াডের অনুসন্ধান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪২বোমা বিস্ফোরণের শঙ্কায় ডগ স্কোয়াডের অনুসন্ধান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় পুলিশ বোমা বিস্ফোরণের শঙ্কায় ডগ স্কোয়াড দিয়ে অনুসন্ধান শুরু করেছে।

বাংলাদেশ সময় রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের আহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকট শব্দ হয়েছে, তারপরই বিস্ফোরণ ঘটে। দেশটির বিস্ফোরক টাস্কফোর্সের সদস্যরাও এ ঘটনায় কাজ করছেন। এদিকে, পুরো শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

 


মন্তব্য