kalerkantho


পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যকে ছুরিকাঘাত ফিলিস্তিনির

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৩পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যকে ছুরিকাঘাত ফিলিস্তিনির

জেরুজালেমের পশ্চিম তীরে হেবরন শহরে আজ শনিবার এক ইসরাইলি সৈন্যকে ছুরিকাঘাত করেছে এক ফিলিস্তিনি নাগরিক। হামলা চালানোর পর ইসরাইলি সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে ইসরাইলিদের ওপর চারবার হামলা চালানো হল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, হেবরনের তেল রুমেইদা এলাকায় নিয়মমাফিক নিরাপত্তা পরীক্ষা চালানোর সময় হামলাকারী ছুরি বের করে ওই সৈন্যের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে সে নিহত হয়।’

এর আগে গতকাল শুক্রবার ইসরাইলে হামলা চালানোর সময় কথিত তিন হামলাকারী নিহত হয়। এদের মধ্যে দুজন দখলকৃত হেবরনে ও তার আশেপাশে এবং একজন ইসরাইলের অর্ন্তভূক্ত পূর্ব জেরুজালেমে নিহত হয়।


মন্তব্য