kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৩ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির মান্না শহর থেকে মাত্র ৭ দশমিক ৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং পাগার আলাম শহর থেকে ৬৪ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৬০ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

 


মন্তব্য