kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রেগন্যান্সির এরকম নজির বিশ্বে কোথাও নেই!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৪



প্রেগন্যান্সির এরকম নজির বিশ্বে কোথাও নেই!

বিশ্বে এই ধরনের ঘটনার নজির খুব বেশি নেই। ভারত অনেক পরে বিদেশেও সেভাবে এই ঘটনার কথা শোনা যায়নি।

আর তাই খবরটি সোশ্যাল মিডিয়াতে আসার পরই বর্তমানে তা ভাইরাল।

ঘটনাটি ইংল্যান্ডের। রোজি ইয়ারলিং নামে এক ২৫ বছরের তরুণীর সঙ্গে ঘটেছে ঘটনাটি। দিন কয়েক আগেই তিনি জন্ম দিয়েছেন এক কন্যা। এই পর্যন্ত সবটাই স্বাভাবিক। কিন্তু এই জন্ম দেয়ার পেছনে যে গল্পটি রয়েছে তা শুনলে আপনি চমকে উঠবেন।

রোজি দিনের পর দিন বন্ধুদের সঙ্গে পার্টি করে বেড়াতেন। কোনোভাবেই তাঁকে দেখে মনে হত না যে তিনি সন্তানসম্ভবা। তিনি নিজেও সেই খবর জানতেন না। কারণ, গর্ভধারণের পর একজন নারীর দেহে যে পরিবর্তনগুলি দেখা যায়, তার একটি লক্ষ্মণও ছিল না তাঁর মধ্যে। এমনকী, ঋতুচক্রও তাঁর ক্ষেত্রে ছিল স্বাভাবিক!

সেদিনও একই রকমভাবে বন্ধুদের সঙ্গে পার্টি সেরে ফেরার পর তাঁর পেটে ব্যথা হয়। হাসপাতালে ভর্তি করার পরই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। আর এতেই চিকিৎসক থেকে বন্ধুমহল সকলেই অবাক। তবে, বর্তমানে মা ও শিশু দু'জনেই সুস্থ। মেয়েকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন রোজি।

সূত্র: জিনিউজ


মন্তব্য