kalerkantho


ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৮ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ভারতের বাংলা রাজ্যের বর্ধমানের মঙ্গলকোটের ন'পাড়ায় বকশিনগরের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো একই পরিবারের চারজনের। ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। গাড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বাইকে করে বর্ধমান থেকে মঙ্গলকোটের দিকে আসছিলেন সাইফুল ইসলামসহ চারজন। তখনই তাদের সামনে থেকে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ডাম্পারের ড্রাইভার ও খালাসিকে আটক করে উত্তেজিত জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় ডাম্পারটিতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা।


মন্তব্য