kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


মেয়ের বয়ফ্রেন্ড ও তার ভাইকে ধর্ষণ! মহিলার জেল

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৪মেয়ের বয়ফ্রেন্ড ও তার ভাইকে ধর্ষণ! মহিলার জেল

মেয়ের ১৫ বছর বয়সী বয়ফ্রেন্ড ও তার যমজ ভাইকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক মহিলাকে। তার চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

ওই মহিলার বিরুদ্ধে শিশুকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুটেস এর।
২০১৪ সালে এক কিশোর ওই মহিলার সঙ্গে তার অশ্লীল ছবি বন্ধুদের দেখাতে গেলে বিষয়টি সামনে আসে। এরপরই ওই মহিলা তাদের যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ করে ওই কিশোর ও তার ভাই। তাদের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।  
জেরার সময় কিশোরদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি স্বীকার করে ওই মহিলা। তবে নিগৃহীতরা ১৫ বছর বয়সীর মতো আচরণ করেনি বলেও পুলিশকে জানিয়েছে সে।    
এদিকে, নিগৃহীতরা জানিয়েছে, এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল তারা। এসেছিল আত্মহত্যার ভাবনাও। তাদের বুকের উপর কেউ ট্রেন চালিয়ে দিয়েছে বলে মনে হত বলে জানিয়েছে তারা।
তবে জেল থেকে মুক্তির পরও ওই মহিলার উপর নজর রাখা হবে বলে জানা গেছে। তার গোড়ালিতে জিপিএস মনিটর বেঁধে দেওয়া হবে। অন্যদিকে, যাদের বয়স ১৬ বছরের কম, তাদের সঙ্গে সে মিশতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।


মন্তব্য