kalerkantho


ভিয়েতনামে ভূমিধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৫ভিয়েতনামে ভূমিধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ৪

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই ঘটনায় যারা বেঁচে গেছেন তারা জানান, বুধবার ভোরে মধ্যাঞ্চলীয় থানহ্ হোয়া ও গে এন প্রদেশ দুটির নিকটস্থ একটি বনভূমিতে ১০ জনের একটি দল বাঁশ আনতে যায়। সেখানে তারা একটি তাঁবুতে ঘুমিয়ে থাকার সময় ভূমিধস হয়।

তাদের মধ্যে তিনজন সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও অপর সাতজন আটকা পড়েন। পরে আটকা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও চারজন নিখোঁজ রয়েছে।

 


মন্তব্য