kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ভারতে মশাবাহিত চিকুনগুনইয়া রোগে আক্রান্ত সহস্রাধিক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২০ভারতে মশাবাহিত চিকুনগুনইয়া রোগে আক্রান্ত সহস্রাধিক

ভারতের রাজধানী দিল্লিতে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শহরটিতে এক হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশ্ব সাস্থ্য সংস্থার মতে, এই রোগে মৃত্যুর সম্ভবনা কম হলেও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে।
 
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাদ্দা বলেন, সরকার খতিয়ে দেখছে যে এই রোগের কারণেই মৃত্যু হয়েছে কিনা। নিহতদের মধ্যে কিডনি কিংবা রক্তচাপসহ অন্যান্য রোগও থাকতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অসুস্থতার কারণে অনেকে কর্মক্ষেত্রে যেতে পারছেন না। এ জন্য তাদের আয়ের উৎসও এখন বন্ধ। চিকুনগুনইয়া রোগের কারণে জ্বর হয় এবং হাড়ের সন্ধিস্থলে ব্যথা হয়। তবে মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 


মন্তব্য