kalerkantho


গিনেস বুকে ১৩,৮৫২ কেজির বিশালতম চকলেট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪২গিনেস বুকে ১৩,৮৫২ কেজির বিশালতম চকলেট

আপনি চকলেট ভালোবাসেন? তাহলে এই খবরে আপনাকে স্বাগত। আর যাঁরা নিছকই চকলেট প্রেমী নন, তাঁরা একটু জ্ঞান বাড়িয়ে নিলে অসুবিধে কী! পাহাড় সমান চকলেট বানিয়ে এর আগে শিরোনামে এসেছে একাধিক সংস্থা। তবে বিশ্বের সবচেয়ে বড় চকলেটের শিরোপা উঠল চকলেট প্রস্তুতকারী সংস্থা Hershey-র মাথায়। ১৩ হাজার ৮৫২.৭১ কেজির চকলেটটি স্থান পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

গিনেস বুকের তরফে জানানো হয়েছে, ১২ ফুট দৈর্ঘ্যের চকলেটটি ১৫২ জন কারিগর মিলে তৈরি করেছেন। মোট ৯ দিন সময় লেগেছে চকলেটটি তৈরি করতে। সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তৈরি করা হয়েছে এই চকলেট।


মন্তব্য