kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


ঈদের দিন আইএস এর ভয়াবহ নৃশংসতা!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৫ঈদের দিন আইএস এর ভয়াবহ নৃশংসতা!

মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহা। প্রিয় পোষ্যকে উৎসর্গ করা হয় আল্লার নামে।

এদিকে এই ঈদে নির্মমতা, নৃশংসতার নজিরবিহীন নিদর্শন দেখাল আইএস। মাংসের দোকানে যেভাবে ভেড়া বা ছাগল কাটা হয়, ঠিক সেভাবেই পণবন্দিদের খুন করে উল্লাসে মাততে দেখা গেল জঙ্গিগোষ্ঠীকে।

১২ মিনিটের মারাত্মক এই ভিডিও ফুটেজটি সিরিয়ার। ফুটেজে দেখা যাচ্ছে, মাংসের দোকানে যেভাবে কাটা পাঁঠা ঝুলিয়ে রাখা হয়। ঠিক সেভাবেই উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে পণবন্দিদের। সেই অবস্থাতেই গলা কেটে খুন করা হচ্ছে পণবন্দিদের। কাউকে কাউকে আবার বলি দেওয়া হচ্ছে। বীভৎস এই ফুটেজটি সামনে আসতেই হইচই পড়ে গেছে। এর আগেও আইএস এর নৃশংসতার উদাহরণ সামনে এসেছে। কিন্তু এবারের এই ফুটেজ যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।


মন্তব্য