kalerkantho


আগস্টে চীনের শিল্প উৎপাদন ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০১আগস্টে চীনের শিল্প উৎপাদন ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শিল্প উৎপাদন আগস্টে ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মঙ্গলবার সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিকস (এনবিএস) বলছে, জুলাইয়ে এ বাড়ার হার ছিল ৬ দশমিক ০ শতাংশ। আগস্টে বেড়ে তা দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এনবিএস আরো বলছে, আগস্টে খুচরা বিক্রি বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ যা জুলাই মাসের চেয়ে বেশি।

বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি চীনের অর্থনীতি গত বছর ছিল খুবই ধীর।
এনবিএসের মুখপাত্র শেঙ লাইয়ুন বলেন, চলতি বছর অর্থনীতির উন্নয়ন ঘটেছে। তবে তা ধীরেই এগুচ্ছে।

তিনি বলেন, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা এখনও জটিল। রয়েছে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা। আমরা এসব বিষয়ে সজাগ রয়েছি।


মন্তব্য