kalerkantho


সত্যিই কি কথা বলতে পারে ডলফিন? প্রমাণ পাওয়া গেল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০২সত্যিই কি কথা বলতে পারে ডলফিন? প্রমাণ পাওয়া গেল

রাশিয়ার কয়েকজন বিজ্ঞানী সম্প্রতি ডলফিনের ওপর একটি গবেষণা চালাচ্ছিলেন। তাঁরা দেখতে চাইছিলেন যে ডলফিন সত্যিই মানুষের মতো কথা বলতে পারে কী-না। অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁরা সিদ্ধান্তে আসেন, হ্যাঁ সত্যিই ডলফিনরা মানুষের মতো একে-অপরের সঙ্গে কথা আদান-প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, মানুষের মতো খুশি এবং চিন্তা এই দুই অনুভূতি প্রকাশ করতেও সক্ষম।

এই প্রসঙ্গে মুখ্য গবেষক জানিয়েছেন, মানুষ যেমন একে-অন্যের সঙ্গে কথার মাধ্যমে মনের ভাব আদান-প্রদান করে, তেমন ডলফিনও একইভাবে মনের ভাব আদান-প্রদান করতে পারে। এমনকি তারা কথাও বলতে পারে। 
সূত্র : জি নিউজ


মন্তব্য