kalerkantho


বার্মিংহ্যামে সমাবেশে গোলাগুলি, হতাহত ৬

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৪বার্মিংহ্যামে সমাবেশে গোলাগুলি, হতাহত ৬

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যামে এক পাবলিক হাউজিং প্রকল্পের সমাবেশে গোলগুলিতে একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।
রোববার গেইট সিটি পাবলিক হাউজিং কমিউনিটিতে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে। 
বার্মিংহ্যাম পুলিশের মুখপাত্র সার্জেন্ট ব্রায়ান শেলটনের বরাতে এএল ডটকম জানিয়েছে, হতাহত ছয়জনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ।
এএল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিটির লুইস পার্কে একটি শান্তি সমাবেশ শেষ হওয়ার আধ ঘন্টা পর গোলাগুলি শুরু হয়। আহত পাঁচজনের কারো আঘাতই তেমন গুরুতর নয়।


মন্তব্য