kalerkantho


উত্তর কোরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫২উত্তর কোরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

উত্তর কোরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগটিতে ৩৯৫ জন নিখোঁজ হয়েছেন। আজ সোমবার জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) পিয়ংইয়ং সরকারের পরিসংখ্যানের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তুমেন নদীর আশপাশের এলাকার প্রায় ১ লাখ ৭ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন।
 
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। ওসিএইএ শনিবার এক বিবৃতিতে জানায়, বন্যায় ৩৫ হাজার ৫০০ এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ৬৯ শতাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ৮ হাজার ৭০০ সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরো বলা হয়, প্রায় ১৬ হাজার হেক্টর আবাদি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে এবং অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

 


মন্তব্য