kalerkantho


হজের খুতবা দিতে না পারায় সৌদি গ্রান্ড মুফতির দুঃখপ্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৯হজের খুতবা দিতে না পারায় সৌদি গ্রান্ড মুফতির দুঃখপ্রকাশ

এবার হজের খুতবা ও নামিরা মসজিদে ইমামতি করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।
শনিবার সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, স্বাস্থ্যগত কারণে তিনি এবার খুতবা দিতে পারছেন না।
১৯৮১ সাল থেকে প্রতিবছর হজের খুতবা দিয়ে আসছিলেন আবদুল আজিজ। 
প্রতিবেদনে আরও জানানো হয়, গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি আবুদল আজিজের স্থালাভিষিক্ত হতে পারেন।


মন্তব্য