ডেঙ্গু আক্রান্ত এক তরুণীকে আইসিইউতে ধর্ষণ করল এক ডাক্তার। তারপর আরও এক হাসপাতাল কর্মী ২১ বছরের ওই মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের আগে তাকে কড়া ডোজের কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ধর্ষিতা।
ভারতের গুজরাটের গান্ধীনগরের অ্যাপোলো হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। রবিবার নাইট শিফটের দায়িত্বে থাকা ২৮ বছরের ডাক্তার রমেশ চৌহান তাঁকে আইসিউতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের আগে তাঁকে কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল বলে জানিয়েছেন ওই তরুণী। সে জন্যই তিনি ধর্ষকদের বাধা দিতে পারেননি বা চিৎকার করতে পারেননি। একজন ওয়ার্ড বয়ও মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
শারীরিক পরীক্ষার পর দেখা গিয়েছে মেয়েটিকে সত্যিই ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে এত কড়া ডোজের ওষুধ খাওয়ানো হয়েছিল যে, তিনি বৃহস্পতিবারই মনে করতে পেরেছেন যে তাঁর সঙ্গে কী ঘটেছে। অভিযুক্ত ডাক্তার ও ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের