kalerkantho


সিরিয়া কি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে?

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৫৮সিরিয়া কি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে?

বিষাক্ত ক্লোরিন গ্যাস ভরা বম্ব ফেলা হয়েছে আলিপ্পোতে । এমনই অভিযোগ উঠলো সিরিয় সরকারের বিরুদ্ধে। অভিযোগ করলেন সিরিয়ার সমাজকর্মী ও উদ্ধারকারীরা। যদিও সিরিয়ার গৃহযুদ্ধে ক্লোরিন ছাডা়ও ব্যবহার করা হয় অন্যান্য বিষাক্ত গ্যাসও। এই গ্যাসের ফলে মারা গেছে একজন।

স্থানীয় সূত্রের খবর প্রায় শতাধিক মানুষ শ্বাসের কষ্ট নিয়ে ভর্তি হয়েছেন স্থানীয় হাসপাতালে। এই একই অভিযোগ করেছে উদ্ধারকারী দলও। অভিযোগ সিরিয়া সরকার হেলিকপ্টার থেকে দু-ব্যারেল বম্ব ফেলেছে এই এলাকাতে। সোশ্যাল মাধ্যমে দেয়া হয়েছে সেই সব ছবি যেখানে বাচ্চাদের শ্বাসের কষ্ট কমাতে অক্সিজেন মাস্ক দেয়া হচ্ছে।

সূত্র: এই সময়


মন্তব্য