kalerkantho


সিরিয়ায় তুরস্ক সৈন্যদের ওপর আইএসের ভয়াবহ হামলা, নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৮সিরিয়ায় তুরস্ক সৈন্যদের ওপর আইএসের ভয়াবহ হামলা, নিহত ৩

সিরিয়ায় তুরস্ক সৈন্যদের ওপর রকেট হামলার দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলায় তুরস্কের তিন সৈন্য নিহত হয়েছে। তুরস্কের সৈন্যরা জঙ্গি হটাতে দুই সপ্তাহ আগে সীমান্ত অতিক্রম করার পর তাদের ওপর প্রথমবারের মত ভয়াবহ হামলা চালানোর দাবি করলো আইএস।
মঙ্গলবার রাতে সামাজিক গণমাধ্যমে প্রচারিত আইএসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলাফতের সৈন্যরা তুরস্ক সেনাবাহিনীর দুটি ট্যাংক লক্ষ্য করে রকেট ছোঁড়ে। এতে ট্যাংকগুলো ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন তুর্কী সেনা নিহত হয়।
তুরস্কের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমান্ত শহর আল-রাইয়ের দক্ষিণে হামলায় তিন সৈন্য নিহত ও চারজন আহত হয়েছে।
গত ২৪ আগস্ট আইএসের ওপর আঙ্কারা অভিযান শুরু করার পর প্রথমবারের মত জিহাদিদের হাতে তুরস্কের ক্ষতির খবর পাওয়া গেল।
গত ২৭ আগস্ট রকেট হামলায় এক তুর্কী সৈন্য নিহত হয়। আঙ্কারা রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট কুর্দিশ পিপলস প্রেটেকশন ইউনিট ( ওয়াইপিজে)’কে দায়ী করে।


মন্তব্য