kalerkantho


মালয়েশিয়ায় প্রথমবারের মতো জিকায় আক্রান্ত গর্ভবতী নারী

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৫মালয়েশিয়ায় প্রথমবারের মতো জিকায় আক্রান্ত গর্ভবতী নারী

বিশ্বব্যপী আবারও আলোচনার কেন্দ্রে মশাবাহিত রোগ জিকা। এখনও কোনো আক্রান্ত ব্যক্তি সনাক্ত না হলেও জিকা ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।  মালয়েশিয়ায় এ প্রথম একজন গর্ভবতী নারীর জিকায় আক্রান্তের খবর পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুর সীমান্তবর্তী মালয়েশিয়ার একটি রাজ্যের বাসিন্দা। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের ২৭ বছর বয়সী এ নারী জিকায় আক্রান্ত দেশটির তৃতীয় নাগরিক। জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গর্ভবতী নারীরা ত্রুটিপূর্ণ শিশুর জন্ম দিতে পারেন।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী এস সুব্রামানিয়াম মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় দেয়া এক বিবৃতিতে বলেন,‘ওই নারী তার প্রথম শিশুর জন্ম দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তিন বা চার মাসের গর্ভবতী। ’

তিনি আরো জানান, এই গর্ভবতী নারী কোথায় কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। তবে বিবৃতিতে বলা হয়, ছয়মাস আগে তিনি সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন।


মন্তব্য