kalerkantho


৬,৬৯৭ জনের অঙ্গদানে অঙ্গীকার, গিনেস বুকে তামিলনাড়ু

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৫৬,৬৯৭ জনের অঙ্গদানে অঙ্গীকার, গিনেস বুকে তামিলনাড়ু

গিনেস রেকর্ডে নাম তোলার লক্ষ্য নিয়ে তামিলনাড়ুর দিন্দিগুলে একসঙ্গে সাড়ে ছ-হাজারেরও বেশি মানুষ অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন।

এই অঙ্গদান শিবিরের যৌথ উদ্যোক্তা ছিল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩০০০ এবং PSNA কলেজ ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। মোট ৬,৬৯৭ জন অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এঁদের মধ্যে ৩ হাজার জনই PSNA কলেজের পড়ুয়া ও স্টাফ। বাকিরা SSM ইঞ্জিনিয়ারিং কলেজ, NPR ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রভাতী আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের শিক্ষার্থী ও শিক্ষক।

রোটারি ইন্টারন্যাশনালের তরফে এস কেনেডি লিও জানিয়েছেন, এখনো পর্যন্ত অরগ্যান ডোনেশনে রেকর্ডটি ফিলিপিন্সের দখলে রয়েছে। ২০১৪-র ২৮ ফেব্রুয়ারি সেখানে এক ঘণ্টার মধ্যে ৩,৫৪৮ জন অঙ্গদানে সম্মতি দেন। এবার সেই রেকর্ডটিই ভাঙতে চলেছে।

সূত্র: এই সময়


মন্তব্য