kalerkantho


ব্যস্ত রাস্তায় পিঠে সওয়ারি নিয়ে দৌড় উটপাখির (দেখুন ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৫ব্যস্ত রাস্তায় পিঠে সওয়ারি নিয়ে দৌড় উটপাখির (দেখুন ভিডিও)

প্রকাশ্য রাস্তায় ঘোড়-সওয়ার প্রায়শই দেখা যায়। কখনো সখনো চোখে পড়ে হাতি, উট। কিন্তু ব্যস্ত রাস্তায় হঠাৎই যদি পিঠে সওয়ারি নিয়ে দ্রুত বেগে ছুটে যায় উটপাখি! গল্পকথা নয়, এমনটাই হয়েছে কাজাখস্তানের আলমাটিতে। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ফুটেজে দেখা গেছে, আলমাটির ব্যস্ত রাস্তায় উটপাখির পিঠে বসে দ্রুতগতিতে ছুটে চলেছেন এক ব্যক্তি।

যদিও ব্যাঙ্ক অফ আস্তানার দাবি, ভিডিওটি সত্যি নয়। নকল। খুব দক্ষতার সঙ্গে এডিট করা হয়েছে। একটি ফাঁকা জায়গায় শ্যুটিংটি করা হয়েছে বলে দাবি তাদের। দাবি আরও জোরদার করতে প্রমাণস্বরূপ ছবিও দেখিয়েছে তারা।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য