kalerkantho


ফিলিপাইনের কটূক্তির জবাবে বৈঠক বাতিল ওবামার

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০ফিলিপাইনের কটূক্তির জবাবে বৈঠক বাতিল ওবামার

মানবাধিকার প্রশ্নে আমেরিকার নাক গলানোর নিন্দায় প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের অপমানজনক মন্তব্যের জেরে ফিলিপাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একান্ত বৈঠক বাতিল করলেন বারাক ওবামা।
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি দেন দুতের্ত। তাঁর দাবি, ফিলিপিন্সে মাদক পাচারকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে হোয়াইটহাউসের অযথা দাদাগিরি কোনও মতেই বরদাস্ত করা হবে না। মাদকের রমরমা ঠেকাতে ফিলিপিন্স সরকার যে পদক্ষেপ করেছে, তা সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেই বিষয়ে আমেরিকার সমালোচনা করার এক্তিয়ার নেই।
এদিকে আসিয়ান বৈঠকের মাঝে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত আলোচনাসভায় যোগ দেওয়ার কথা ছিল দুতের্তের। সোমবার তিনি জানিয়ে দেন, সেই বৈঠকে ওবামা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সওয়াল করলে তাঁকে উপযুক্ত জবাব দিতে তিনি তৈরি। ওবামার উদ্দেশে তিনি মন্তব্য করেন, 'অন্যদের সম্মান দিতে হয়। শুধু মন্তব্য আর প্রশ্ন ছুড়ে দিলেই হয় না। গণিকার সন্তান, তোমায় সভার মধ্যে গালাগালি দেব।'
দুতের্তের এই ঘোষণার পরেই দ্বিপাক্ষিক একান্ত বৈঠক নিয়ে সংশয় প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। ফিলিপিন্সের রাষ্ট্রপ্রধানকে 'রঙিন মানুষ' বলে কটাক্ষ করে সাংবাদিকদের ওবামা জানান, 'কোনও বৈঠক ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে কি না, তা আমি আগে খতিয়ে দেখি।'
বারাক ওবামার এই উক্তি থেকেই বৈঠকের ভবিষ্যত্‍ সম্পর্কে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত মঙ্গলবার হোয়াইটহাউসের তরফে তা বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। - সূত্র : এই সময়


মন্তব্য