kalerkantho


ফিলিপাইন সফর বাতিল করেছেন ওবামা

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৬ফিলিপাইন সফর বাতিল করেছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বেশ্যাপুত্র বলে গালি দিয়েছেন ফিলিপাইনের বিতর্কিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। প্রতিবাদে ফিলিপাইন সফর বাতিল ঘোষণা করেছেন ওবামা। বিবিসির খবরে বলা হয়, সফরে দুতের্তের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন ওবামা। সফর বাতিল হওয়ায় এখন ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। চলতি বছরের জুনের দিকে শপথ নেওয়ার পর পরই মাদকবিরোধী অভিযান শুরু করেন দুতের্তে। চলমান সে অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৪০০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

দুতের্তে জানান, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে। অনেকেই মারা যাবেন। মাদকের শিকড় উপড়ে ফেলার আগ পর্যন্ত হত্যাকাণ্ড হতেই থাকবে….শেষ মাদক উৎপাদনকারী নিহত হওয়ার আগ পর্যন্ত অভিযান আমরা চালাব। ওবামার এশিয়া ভ্রমণের তালিকায় ফিলিপাইন সফর ছিল। দুতের্তে প্রথমবারের মতোই কোনো ব্যক্তিকে গালি দিয়েছেন এমন নয়। এর আগে পোপ ফ্রান্সিসকেও একই গালি দিয়েছিলেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে পাগল বলেছিলেন।

 


মন্তব্য