kalerkantho


বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত ৯

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১০বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত ৯

ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার কারাদা জেলায় এ হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। সংগঠনটির কথিত মুখপত্র আমাকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শিয়া মুসলমানদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

 


মন্তব্য