kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২০জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, আরও ৯ জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে সেরে উঠেছেন ও কয়েকজন সেরে উঠছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, এ-সংক্রান্ত বিষয়ে যেকোনো সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। এর আগে জানানো হয়েছিল সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত। এবার আরও ৯ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

 


মন্তব্য