kalerkantho


সেলফির নেশা, পানিতে পড়ে ছাত্র নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০১:২২সেলফির নেশা, পানিতে পড়ে ছাত্র নিখোঁজ

সেলফি তুলতে গিয়ে অজয় নদীর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। দুর্গাপুরের বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অরিত্র গঙ্গোপাধ্যায় (১৯) তাঁর দুই বন্ধু সঞ্জয় দে এবং সূর্য দে–কে নিয়ে তাঁদের বন্ধু অরিন্দম সুর্পকারের বাড়ি চিত্তরঞ্জনে এসেছিলেন। সেখান থেকেই রবিবার দুপুর ১টা নাগাদ সিমঝুরিতে অজয় নদের ধারে তাঁরা ৪ জন বেড়াতে যান। সেখানে অজয়ের ধারে সেলফি তোলার সময় বেকায়দায় পানিতে পড়ে যান অরিত্র। পানির স্রোত টেনে নিচ্ছে দেখে তাঁকে উদ্ধার করতে সঞ্জয় পানিতে নামলে তিনিও পানির স্রোতে ভেসে যেতে থাকেন। ততক্ষণে এলাকাবাসীরা ছুটে এলে তাঁদের সাহায্যে সূর্য দু’‌জনকে উদ্ধার করার চেষ্টা করেন। সঞ্জয়কে পানি থেকে টেনে আনা গেলেও অরিত্রকে পাওয়া যায়নি। অরিত্রর বাবা চন্দননগরের একটি ব্যাংকের পদস্থ কর্মকর্তা। দুর্ঘটনার খবর পেয়ে তিনি চিত্তরঞ্জন আসেন। স্থানীয় বাসিন্দা, ডুবুরি এবং পুলিশ খোঁজ করলেও সোমবার দুপুর পর্যন্ত অরিত্রর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে, গতকাল সকালের অন্য একটি ঘটনায়, দামোদর নদে তলিয়ে যাওয়া ৩ ছাত্রের একজন গণেশ মুখার্জির দেহ সোমবার কালাঝরিয়া এলাকায় ডুবুরিরা উদ্ধার করেন। ঘটনায় নিখোঁজ অন্য দু’‌জন মহম্মদ এহসান পারভেজ এবং রবিশঙ্কর ডাঙ্গির সন্ধান মেলেনি। ৩ ছাত্রের মধ্যে গণেশ শান্তিনগর বিদ্যামন্দিরের নবম শ্রেণীর এবং বাকি দু’‌জন ক্রিসেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।‌

সূত্র: আজকাল


মন্তব্য