kalerkantho


মালয়েশিয়ায় ট্রাক্টর দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০৩মালয়েশিয়ায় ট্রাক্টর দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় বাঁধ নির্মাণ সাইটে কম্পেক্টর (ট্রাক্টর) দুর্ঘটনায় ইসলাম নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে মালয়েশিয়ার জালান ফ্লেডা কাহাং তিমুর, বাতু-৯, ক্লুয়াংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্লুয়াং পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ লাহাম বলেন, ‘বাঁধ নির্মাণ সাইটে কাজের এক পর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য ইসলাম নামের বাংলাদেশি ওই নির্মাণ শ্রমিক ভারী একটি কম্পেক্টর (ট্রাক্টর) এর পাশে ঘুমিয়ে পড়ে।’ 

তিনি আরো বলেন, ‘কিছুক্ষণ পরেই সাইটে থাকা আরেক সহকর্মী অফিক এসে পিছনে কোন কিছু না দেখে কম্পেক্টর (ট্রাক্টর) চালিয়ে যেতেই বাংলাদেশি শ্রমিক ইসলামের মাথায় ধাক্কা লাগে। তখন আচমকা সহকর্মী বিকট শব্দ শুনতে পেয়ে কম্পেক্টরটি বন্ধ করে দেন অফিক। এ সময় সহকর্মী ইসলামের অবস্থা আশঙ্কাজনক দেখে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ 

মোহাম্মদ লাহাম জানান, দুজন শ্রমিকই কুয়ালালামপুর কন্সট্রাকশন সাইটের শ্রমিক। সড়ক পরিবহন আইন ৪১ (১) ধারায় মামলা তদন্ত হচ্ছে বলেও তিনি জানান।


মন্তব্য